নানা আয়োজনে ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ ঝালকাঠি প্রতিনিধি ; ঝালকাঠি ১ ফেব্রুয়ারি ২০২০: নানা আয়োজনে প্রথমবারের মত ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসক হলরুমে ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী। জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাহীমহলে র্যালীটি শেষ হয়। স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন বিএমএসএফ’র জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও নাগরিক ফোরামের সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন। অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি দুলাল সাহা। উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, ইসরাত জাহান সোনালী, আবু সাঈদ খান, এমএ মুসা, দীপু লাল দাস, ইউসুফ আলী মোল্লা, মোসলেম আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: মো: জহিরুল ইসলাম বাদল, মাহফুজুর রহমান, সহ-সম্পাদক এম জাকির হোসেন, ডালিয়া নাসরিন, অমরেশ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পিনু আকতার নদী,কোষাধ্যক্ষ মো: রুহুল আমীন রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন, মশিউর রহমান ভুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান, উপ-প্রচার ইমাম হোসেন বিমান, রানা মৃধা, নাগরিক ফোরাম নেতা শাহাদাত হোসেন মনু, আব্দুল হক বয়াতি, আতিকুর রহমান, কুদ্দুস মোল্লা, রফিকুল ইসলাম মৃধা, ফাতেমা আকতার মুক্তা, রুবেল খান, নাজমা বেগম, হাসিনা আকতার, সৈয়দ রুবেল, শাকিল রনি, শাকিল হাওলাদার রনি, উজ্বল রহমান, মাহাবুব আলম খান সুমন ও শহিদুল ইসলাম প্রমুখ। একযোগে দিবসটি উপলক্ষে রাজাপুর নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে দিবসটি উদযাপিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভা, কেক কাটা র্যালীসহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। কাঠালিয়া নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। নলছিটি নাগরিক ফোরামের আয়োজনে দিবসটি উদযাপনে যথাযথ ব্যবস্থা গ্রহন করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলার নানা সমস্যা সম্ভাবনায় নাগরিক ফোরাম সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে পারেন। তিনি নাগরিক ফোরামের গৃহীত কর্মকান্ডকে স্বাগত জানান। Share this:FacebookX Related posts: নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন, ৪ চালকের দণ্ড বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতঝালকাঠি জেলারনানা আয়োজনে