বেনাপোলে বিজিবি-রেল পুলিশ সংঘর্ষ, আহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনে তল্লাশিকে কেন্দ্র করে যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন রেল পুলিশ আহত হয়েছেন। রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে এক রেল পুলিশের সঙ্গে ছবি তোলা নিয়ে কথা কাটাকাটির অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন- মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক ও মো. মমিন। বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিজিবির ২০/২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো. মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে। এ সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে সেতাফুর রহমান ও ইনতাজুল হককে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত রেল পুলিশ মো. মমিন বিজিবি হেফাজতে ছিলেন। এ ঘটনায় দুই বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে। Share this:FacebookX Related posts: বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ বেনাপোলে গৃহবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বেনাপোলে করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রদলের উদ্দ্যোগে জীবাণুনাশক স্প্রে বেনাপোলে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধার বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১ বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আহত ৩বিজিবি-রেল পুলিশবেনাপোলেসংঘর্ষ