মধ্যনগরে ৩৩টি পূজা কমিটির সাথে ওসির মতবিনিময়

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে সর্বমোট ৩৩টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা করা হবে। উদযাপন কমিটির নেতৃবৃন্ধের সাথে মধ্যনগর থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৭সেপ্টম্বর শনিবার দুপুরে মধ্যনগর আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের মধ্যনগর শাখার সভাপতি দেবল কিরণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের আহ্বানে অংশনেন উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নে-১৩টি,চামরদানী-৮টি,দক্ষিণ বংশীকুন্ডা-৯টি,ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে-৩টি,সর্বমোট ৩৩টি মন্ডপের দূর্গাপূজা উদযাপন কমিটি।

এরিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলা শাখার অধীনে শারদীয় দূর্গা মন্ডপের চুড়ান্ত তালিকায় ৩৩টি মন্দির উল্লেখিত তালিকা সাবধান,গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ভাবে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন-“ধর্ম যার যার আনন্দ সবার” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে জেলাপুলিশ সুপার মহোদয় আমাদের এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয় করেছেন।আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রতিটি মন্দিরে স্বশরীরে পর্যবেক্ষন করছি,নিজ উদ্যোগে প্রতিটি কমিটির কাছেপরিদর্শন রেজিস্ট্রার বিতরণ করেছি।এছাড়া আপনাদের যেকোন সমস্যায় আমাদেরকে অবগত করবেন শারদীয় উৎসবের সার্বিক নিরাপত্তা রক্ষা আমার একান্ত কর্তব্য।