মধ্যনগরে বন্যার্তদের পুনর্বাসনের দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবিতে শুক্রবার সকালে মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান।

সভায় তিনি অবিলম্বে দ্রুত পুনর্বাসন, পল্লী রেশনিং চালু, ইজারা বাতিল করে হাওরে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, সকল প্রকার সুদের কিস্তি আদায় স্থগিত ও সুদ মওকুফের দাবি জানান।

ক্ষেতমজুর সমিতি মধ্যনগর উপজেলার প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সি পি বি সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি চিত্তরন্জন তালুকদার, সভাপতি এডভোকেট এনাম আহমেদ ,ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি শাহ জালাল সুমন, সদস্য আব্দুল আউয়াল গোপেশ চন্দ্র সরকার প্রমূখ ।

সমাবেশে বক্তারা গরিব মানুষের নামে বরাদ্দ লুটপাট বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধ্যনগর উপজেলার সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।