নবীগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লার হবিবপুরে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু, খ্রিষ্টান বৌদ্ধ পরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার বিকালে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান এড. গতি গৌবিন্দ্র দাশ, নারায়ন রায়, যুবরাজ গোপ, এড. তাপস রায়, উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। বক্তাগণ হবিবপুরে সংখ্যা লঘু পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।