কেন্দ্রে যাবার পথে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থী নিহত হয়েছে।শনিবার উপজেলার কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেরুল ইসলাম সাগর উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীর হাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ঢাঙ্গির হাট নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত ইজিবাইক চড়ে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তার আরও কয়েকজন সহপাঠীর সঙ্গে রওয়ানা দিয়েছিলেন। যাবার পথে কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় ইজিবাইকটি কাঁচা রাস্তায় বেঁধে রাখা ছাগলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। পরীক্ষার্থী সাগরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইজিবাইকটিতে থাকা ১০ জন পরীক্ষার্থীর মধ্যে চার জন গুরুতর আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফিয়া ফারজান বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জামাল হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।