পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল নিয়ে স্কুল ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ৮ মার্চ (রোববার) সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিকাদের সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী। ডিয়াকোনিয়া বাংলাদেশ’র সহযোগিতায় বেসরকারী সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় এমকেপি’র জেলা সমন্বয়কারী মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আওলাদ হোসেন বাবু, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুণ উর রশিদ, জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকী প্রমূখ উপস্থিত ছিলেন। ছাত্রীদের সাইকেল শোভাযাত্রাটি পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয় পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর থেকে তিন কিলোমিটার দুরে দেওয়ানহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সাইকেল শোভাযাত্রায় দেওয়ানহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশ নেয়। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম পঞ্চগড় শাখা এক মানববন্ধন কর্মসূচী পালন করে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৮৮ জন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী পঞ্চগড়ে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: আন্তর্জাতিক নারী দিবসেপঞ্চগড়েবর্ণাঢ্য সাইকেলশোভাযাত্রা