জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

অনলাইন ডেস্ক : দিনাজপুরের খানসামায় জমি নিয়ে দ্বন্দ্বে জেরে আপন ছোট তিন ভাইয়ের প্রহারে বড় ভাই নিহত হয়েছেন।শনিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আজিজার রহমান (৬৪) খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের গুন্দুশাহ পাড়া গ্রামের মৃত সবির আলীর বড় ছেলে।

স্থানীয়রা জানায়, ৪৩ শতক আবাদী জমি নিয়ে আজিজার রহমানের সঙ্গে তার আপন তিন ভাই মাসুদ করিম, আ. রহিম ও রেজাউল করিমের দ্বন্দ্ব চলে আসছিল। গত ০৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে জমি দখল নিয়ে ছোট তিন ভাই এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। এতে আজিজার রহমান, তার স্ত্রী ছাবিয়া বেগম (৫৬) ও ছেলে মোস্তাকিম ইসলাম (২৬) ও তার স্ত্রী শিউলী বেগম (২৩) আহত হয়। আহত অবস্থায় খানসাম পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতে ছেলে মোস্তাকিম ইসলাম গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে আজিজার রহমান মারা যান।

খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।