বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

জাকিরুল ইসলাম বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে উপজেলা কমপ্লেক্সের আয়োজনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদীর সভাপতিত্বে,সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম,আবাসিক মেডিকেল অফিসার ডা.আহসান আলী সরকার বকুল,মেডিকেল অফিসার ডা.শাহারিয়ার ফেরদৌস হিমেল, ডা.আবুল কাসেম,এমটিইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, পরিসংখ্যান কর্মকর্তা মোকছেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।