আবারও হাকিমপুর পৌরসভার মেয়র হলেন চলন্ত

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত।

শনিবার রাতে হাকিমপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন চলন্ত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৯৬৩ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের সুরুজ আলী শেখ পেয়েছেন ২৩১ ভোট এবং সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকে মিশর উদ্দিন সুজন পেয়েছেন ৩১০ ভোট।