বিষাক্ত স্পিরিট পানে মৃতব্যাক্তিদের বাড়িতে পুলিশ সুপার আনোয়ার হোসেন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে ঈদ উদযাপন করতে গিয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম. পিপিএম. (বার)।

আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২ টায় পৌর শহরের মাহমুদপুরে (শান্তিমোড়) মৃত্যু ব্যাক্তিদের বাড়ি পরিদর্শন ও তাদের স্বজনদের খোঁজ খবর নেন। এছাড়াও তিনি মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তিনি বেআইনিভাবে বিষাক্ত এই রেক্টিফাইড স্পিরিট যারা বিক্রিয় করেন, তাদের এই ওষুধ বিক্রয় না করতে জোরালো আহবান জানান। এরপরেও যদি কেউ এই ওষুধ বিক্রির চেষ্টা করে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান।

তিনি আরো জানান, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসবের উৎ্সস্থল খুঁজে পেতে ঘটনার জোরদার তদন্ত চলছে। তবে এ ঘটনার সাথে জড়িত ও স্পিরিট বিক্রির সন্দেহে মাহমুদপুর (শান্তিমোড়) বাজারের পল্লী হোমিও হলের সত্ত্বাধিকারী ডা. আব্দুল মান্নানকে গতকাল আটক করা হয়েছে।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শচীন চাকমা, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঈদ উদযাপন করতে গিয়ে বিষাক্ত এই রেক্টিফাইড স্পিরিট পান করে গতকাল বুধবার রাত্র পর্যন্ত নয়জন মৃত্যু বরণ করেন। মৃত্যু ব্যাক্তিরা হলেন বিরামপুর পৌর শহরের আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসিন আলী (৩৮), আমৃত (২৫), মঞ্জু (৩৫), শফিকুল ইসলাম (৪৫), সোহেল রানা (৩২), আব্দুল আলিম (৪০) এবং মনোয়ার (৩৫)।