বড়াইগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২ অনলাইন ডেস্ক : নাটোর জেলার বড়াইগ্রামে বিনা খাতুন (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মাসুম সরকার (২০) ও তার পিতা শামসুল ইসলাম সরকারকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিনা খাতুন চৌমুহন গ্রামের মোটরসাইকেল মেকানিক মাসুম সরকারের স্ত্রী। তাদের সংসারে মার্জিয়া খাতুন নামে ৯ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। নিহতের শরীরের একাধিক জায়গায় কালশিরা দাগ রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, প্রায় আড়াই বছর আগে মাসুমের সাথে পাশের কুশমাইল ভরট গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিনা খাতুনের বাল্য বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। এ ঘটনায় একাধিকার গ্রাম্য সালিশ-মিটিং হয়েছে। রোববার ভোরে মাসুম হঠাৎ তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। পরে স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে বিনার লাশ বিছানার ওপর শোয়ানো দেখতে পায়। এ সময় মাসুম জানান, তার স্ত্রী ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। সে দেখতে পেয়ে বাঁচানোর জন্য ওড়না কেটে নীচে নামিয়েছে। কিন্তু নামানোর আগেই সে মারা গেছে। তবে বিনা খাতুনের বড় ভাই মেহেদী হাসান জানান, আমার ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা মাঝে মাঝেই আমার বোনকে মারপিটসহ মানসিক নির্যাতন করত। রাতের বেলায় আমার বোনকে পিটিয়ে হত্যা করে তারা পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে প্রচার করছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের চিন্হ আছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, তার শরীরে কালশিরা দাগ আছে, তবে কিভাবে এ দাগ হয়েছে তা জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। Share this:FacebookX Related posts: রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বড়াইগ্রামে হেরোইনসহ বাসযাত্রী আটক বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত বড়াইগ্রামে মুজিববর্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালে দরিদ্রবান্ধব সেবার প্রতিশ্রুতি বড়াইগ্রামে করোনায় সন্দেহভাজন আক্রান্ত ১ হোম কোয়ারেন্টাইনে ৩২ বড়াইগ্রামে তালাবদ্ধ ঘর থেকে কিশোরীর লাশ উদ্ধার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বড়াইগ্রামে বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বড়াইগ্রামে ট্রাকের চাপায় ডিশ লাইন কর্মীর মৃত্যু বড়াইগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: গৃহবধূরবড়াইগ্রামেরহস্যজনক মৃত্যুস্বামী-শ্বশুর আটক