গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

অনলাইন ডেস্ক : নাটোর জেলার গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে মো. আসলাম হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বিলশা পূর্ব পাড়া গ্রামের মৃত-মোজাহার আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে টিউবওয়েলের লোহার পাইপ লেগে ঘটনাস্থলেই তিনি চিৎকার দিয়ে পড়ে যান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।