চাটমোহরের নিহত ৩ শ্রমিকের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক দূর্ঘটনায় নিহত পাবনার চাটমোহরের ৩ শ্রমিককে সোমবার রাত ২টার (২৯ জুন) দিকে দাফন করা হয়েছে। নিহতদের মৃতদেহ এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ৩ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মা, বাবা, স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠেছে।

রোববার (২৮ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে মালবাহী একটি ট্রাক ডিভাইডারের উপর উল্টে পরে লোহার পাতের নিচে চাপা পরে ৩ শ্রমিক নিহত হন। আহত হয়েছে চালকসহ দুইজন। তারা পলাতক রয়েছে।

নিহতরা হলেন চাটমোহর উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের ছেলে শকিরুল ইসলাম (২৫), পার্শ্বডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আ. করিম (৩০) এবং নবির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩১)।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লোহার পাত ভর্তি ট্রাক বগুড়া যাওয়ার পথে (বগুড়া ট-১১-২৩৩৯) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে রাত আড়াইটার দিকে ডিভাইডারের উপর উল্টে গিয়ে পাতের নিচে চাপা পরে ৩ শ্রমিক নিহত হয়। ওই ৩ শ্রমিক ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী জানান, নিহতদের মৃতদেহ এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ৩ জনের মৃতদেহ রাত ২টার দিকে দাফন করা হয়েছে।