আক্কেলপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজুয়ান হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রেজুয়ান তিলকপুর বাজার এলাকার বাবলু ড্রাইভারের ছেলে। সে বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেট সংযোগের লাইনম্যানের কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজুয়ান বুধবার বিকেলের দিকে তিলকপুর বাজারে একটি বিদ্যুতিক খুটিতে উঠে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেজুয়ানের বিষয়টি খুবই দুঃখজনক।