‘জয়পুরহাট জেলার রাজনৈতিক অভিভাবক ছিলেন আব্বাস আলী মন্ডল’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘জয়পুরহাট জেলা আওয়ামী লীগের অভিভাবক ছিলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল। তাঁর মৃতুতে অভিভাবকহীন হয়ে পড়লো জেলা আওয়ামী লীগ।’ রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সদ্য প্রয়াত আব্বাস আলী মন্ডলের স্মরণ ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২৬ জুলাই আব্বাস আলী মন্ডল (৮০) ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ৭৫ পরবর্তী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নিজেকে বিলিয়ে দিয়ে রাজনীতি করায় সকলের নিকট একজন জনপ্রিয় নেতা হিসেবে সমাদৃত ছিলেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সামছুল আলম শোক ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে মরহুম আব্বাস আলী মন্ডলের রাজনৈতিক জীবনের ত্যাগ নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানি, জাহেদুল আলম বেনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ প্রমুখ। এর আগে সকালে মরহুম আব্বাস আলী মন্ডলের বিল্লাহ গ্রামে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হুইপ। এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। তিনি মরহুম আব্বাস আলী মন্ডলের ছোট ছেলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের বাসভবনে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জয়পুরহাটে ভিক্ষুক মুক্ত কার্যক্রম শুরু জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল প্রায় ফাঁকা জয়পুরহাট জেলায় ২’শ ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১ নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতার হোম ম্যাচ অনুষ্ঠিত হাসপাতালের তৈরীকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরন রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ: করোনা পরিস্থিতিতেও পূর্ণদমে চলছে জয়পুরহাটে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৩ জন প্রবাসী পুলিশ-চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ জয়পুরহাটে নতুন ৬ জন করোনা শনাক্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: আব্বাস আলী মন্ডল'জয়পুরহাটজেলাররাজনৈতিক অভিভাবক ছিলেন