জয়পুরহাটে ভিক্ষুক মুক্ত কার্যক্রম শুরু

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলাকে ভিক্ষুক মুক্ত করার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। কার্যক্রমের অংশ হিসেবে শনিবার চিহ্নিত ২৭ জন ভিক্ষুকের হাতে ২ বান্ডিল করে ঢেউটিন, ৩টি করে ছাগল, ৫টি মুরগী ও দোকান ঘর তৈরির জন্য ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে পর্যায়ক্রমে জেলায় চিহ্নিত ২ হাজার ভিক্ষুককে পুনর্বাসন করে জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।’

রুকিন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিউল আলম, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’র সহকারী পরিচালক খোরশেদ আলম প্রমূখ।