দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রোজলী দাজেল (৪৪) ওই গ্রামের ঘাতক আবেল সাংমার (৪৭) স্ত্রী।

জানা যায়, মুরগি রান্না নিয়ে তুচ্ছ বিষয়ে শনিবার রাতে উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পাষন্ড স্বামী আবেল সাংমা ক্ষিপ্ত হয়ে হাতের নাগালে থাকা রড দিয়ে স্ত্রী রোজলী দাজেলকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, নিহতের মরদেহ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের ছোট ভাই আদম দাজেল (৩৯) এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।