জয়পুরহাটে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আলু চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা এখন আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৭ হাজার ৯১৭ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতোমধ্যে ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০৮ হেক্টর বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আলু উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটে আলু চাষ সফল করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি ২০১৯-২০ রবি ফসল চাষ মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯১৭ হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৮ হাজার ৩শ ২৫ হেক্টর। আলু চাষ সফল করতে জেলায় সারের মজুদ পর্যাপ্ত রয়েছে। জানুয়ারি মাসের মজুদ সারের পরিমাণ হচ্ছে ইঊরিয়া ৫ হাজার ১৬৪ মে. টন, টিএসপি ১ হাজার ৩৬৬ মে. টন, এমওপি ১ হাজার ৫২৮ মে. টন ও ডিএপি ২ হাজার ২৭৫ মে. টন। কৃষিবান্ধব সরকারের বিভিন্ন ধরনের আগাম প্রস্তুতি গ্রহণের ফলে জেলায় আলু বীজ বা রাসায়নিক সারের কোন প্রকার সংকট সৃষ্টি হয়নি। আমন ধান কাটা-মাড়াই শেষ করেই আলু চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা আলু চাষ শুরু করেন। কৃষি বিভাগ আরও জানায়, জেলায় আলু চাষ সফল করতে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং ও কৃষকদের পরামর্শ প্রদান করছেন। বিএডিসি’র পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের আলু বীজ সরবরাহ করা হয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের ফলে আলু ক্ষেতের যাতে ক্ষতি না হয় সে জন্য কৃৃষক পর্যায়ে পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি। বর্তমানে বাজারে আসা আগাম জাতের আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। জয়পুরহাটের আলু উন্নতমানের হওয়ায় গত বছর দেশের গন্ডি পেরিয়ে ৯টি দেশে রপ্তানী করা হয়। দেশগুলো হচ্ছে, মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল ও রাশিয়া। প্রাচীন বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত জয়পুরহাটে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে আলুর চাষ হয়ে থাকে। গত বছর ৪২ হাজার ৫শ ৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এতে আলু উৎপাদন হয় ৮ লাখ ১৫ হাজার মে. টন। ফলন ভাল হওয়ায় জেলায় গ্যানোলা, মিউজিকা, ডায়মন্ড, এস্টোরিকস, কার্ডিনাল, ও রোজেটা জাতের আলু বেশি চাষ করে থাকেন কৃষকরা। জেলার ১৫টি কোল্ড ষ্টোরেজে প্রায় দেড় লাখ মে. টন আলু রাখা সম্ভব বলে জানায় কৃষি বিভাগ। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু চাষ জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে এখন আত্রাইয়ের মাটিতে জয়পুরহাট জেলায় ২’শ ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই SHARES Matched Content কৃষি বিষয়: আলু চাষজয়পুরহাটলক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে