জয়পুরহাট জেলায় ২’শ ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

অনলাইন ডেস্ক ; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার সরকারী নির্দেশনা থাকলেও জয়পুরহাট জেলায় ২’শ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শহীদ মিনার নেই। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর হতে চললেও ভাষা শহীদদের স্মরণে এসব প্রতিষ্ঠানে গড়ে ওঠেনি তেমন কোন স্থায়ী অবকাঠামো। আবার যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে সেগুলো সারা বছর পড়ে থাকে অযত্নে-অবহেলায়। ফেব্রুয়ারী মাস আসলেই শুরু হয় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।

জয়পুরহাট জেলায় সরকারী-বেসরকারী সব মিলে ২১টি কলেজ, ২৩টি কারিগরি কলেজ, ৪টি স্কুল ও কলেজ, ১’শ ১১টি মাদ্রাসা, ১’শ ৫২টি উচ্চ বিদ্যালয় ও ৩’শ ৭১টি প্রাথমিক বিদ্যালয় আছে। জেলায় সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬’শ ৮২টি । এরমধ্যে ২’শ ২৮টিতে নেই কোন শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার ৫০ বছরেও এসব প্রতিষ্ঠানে তৈরী হয়নি কোন শহীদ মিনার।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় ৩শ ৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে যেসব বিদ্যালয়ে শহীদ মিনার ছিলনা সেখানে সরকারী নির্দেশে শহীদ মিনার তৈরীর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির জানান, কিছু কিছু বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার আছে। যেখানে নেই সেখানে অস্থায়ী শহীদ মিনার তৈরী করা হয়েছে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সর্ম্পকে ধারনা দেওয়ার জন্য এসব শহীদ মিনার বানানো হয়েছে। এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে শতভাগ। তবে জেলার মধ্যে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটিমাত্র শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেই কোন শহীদ মিনার। এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নয়।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে জেলায় মোট ৩শ ১১টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরমধ্যে রয়েছে ২১ টি কলেজ, ২৩ টি কারিগরি কলেজ (বিজনেস ম্যানেজমেন্ট কলেজ), ৪ টি স্কুল ও কলেজ, ১’শ ১১টি মাদ্রাসা, ১’শ ৫২টি উচ্চ বিদ্যালয়। ২০২০ সালের হিসাব অনুযায়ী এসবের মধ্যে ২’শ ২৮ টিতেই কোন শহীদ মিনার নেই।

জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আরাফাত জানান, এব্যাপারে আমরা একটি তালিকা করে জেলা পরিষদের নিকট হস্তান্তর করেছি। তারা পর্যায়ক্রমে যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সেখানে তৈরী করে দিবেন বলে আমরা আশা করছি।

এব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে স্কুলগুলোতে শহীদ মিনার শতভাগ থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেসব উচ্চ বিদ্যালয় বা কলেজ আছে তারমধ্যে মাদ্রাসাগুলোর বেশির ভাগেই কোন শহীদ মিনার নাই। তবে এখন বিভিন্ন মাদ্রাসায় শহীদ মিনার নির্মানের উদ্যোগ গ্রহন করা হচ্ছে বলে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম জানান, জেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে তারা আগামী কয়েক মাসের মধ্যে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করবে বলে আশা করছি।