পুলিশ-চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁয় সদর মডেল থানার সকল পুলিশ সদস্য ও সদর হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ঢাকাস্থ নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ৭৫ জন পুলিশ সদস্যের জন্য সুরক্ষা সামগ্রী পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নিকট হস্তান্তর করেন সংগঠনের প্রচার সম্পাদক মো. কায়েস উদ্দিন। এ সময় সংগঠনের ট্রেজারার মো. খলিলুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন উপস্থিত ছিলেন। প্রত্যেক পুলিশ সদস্যের জন্য ৩টি করে মাস্ক ও দুই জোড়া করে হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। এর আগে সকালে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৪০ জন চিকিৎসক, ৮৭ জন নার্স ও ১০৯ জন অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এসব সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোমিনুল হক। সংগঠনের সভাপতি (অবসরপ্রাপ্ত সচিব) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষে সুরক্ষা সামগ্রী প্রদান করেন সংগঠনের উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান। এ সময় প্রচার সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দীপা সরকার এবং ট্রেজারার মো. খলিলুর রহমান উপস্থিত ছিলে। সুরক্ষা সামগ্রী হিসেবে চিকিৎসকদের জন্য প্রত্যেককে ৫টি করে মাস্ক ও দুই জোড়া করে গ্লোভস এবং অন্যান্য সকলের প্রত্যেককে ৩টি করে মাস্ক ও ২ জোড়া করে হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। সংগঠনটি নওগাঁ জেলার অন্য ১০টি থানা ও উপজেলা হাসপাতালসমূহে অনুরূপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করবে। Share this:FacebookX Related posts: আব্দুল জলিল ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল প্রশাসনের নজরদারিতে জনশূণ্য আত্রাইয়ের হাট-বাজার আত্রাইয়ে ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসাকর্মীরা করোনা আইসোলেশনের চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার, গ্রেফতার ৩ প্রধান সড়কে ধানের বাজার টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত মান্দায় গ্রামীন পিঠা মেলায় তরুণ-তরুণীদের ঢল মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত-২ SHARES Matched Content দেশের খবর বিষয়: পুলিশ-চিকিৎসকদেরসুরক্ষা সামগ্রী বিতরণ