ঝিনাইগাতীতে সেতুর দাবি পূরণ হয়নি ৫০ বছরেও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে মালিঝি নদীর ড্যাইনেরপাড় সেতুটি দেশ স্বাধীনের পর থেকেই নির্মানের দাবী থাকলেও দীর্ঘ ৫০ বছরেও তা বাস্তবায়িত হয়নি বলে জানালেন এলাকাবাসী। বিধ্বস্ত সেতুটি সংস্কার না করায় সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। গত ৯ জুন বন্যা ও পাহাড়ি ঢলের পানির স্রোতে এ সেতুটি ভেঙ্গে বিধ্বস্ত হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে ৬ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন, মালিঝি নদীর ড্যাইনেরপাড়ে একটি সেতু নির্মানের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এ বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদন ও করা হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও তা বাস্তবায়িত হয়নি। নয়াপাড়া, টাঙ্গারীপাড়া,বাইতেগাঁও, হাসলিগাঁও, কুরুলিয়া কান্দা ও ড্যাইনেরপাড়সহ ৬ গ্রামের শতশত মানুষ এ নদী পারি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু একটি সেতু অভাবে শতশত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্যাইনেরপাড় গ্রামের হামিদ মিয়া বলেন ৬ গ্রামের মানুষের দুর্ভোগ লাগবে স্থানীয় প্রশাসন গত বছর একটি কাঠের সেতু নির্মাণ করে। এ সেতুর উপর দিয়ে দিনেরাতে চলাচল করে আসছিল স্থানীয়রা। গত ৯ জুন পাহাড়ি ঢলের পানির তোড়ে সেতুটি বিধ্বস্ত হয়। এতে এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে। নয়াপাড়া গ্রামের আনছার আলী বলেন, সেতুটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরলে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা আর চালু করার কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েকটি গ্রামের মানুষ। পথচারী মো. হাবেজ আলী ও মোহাম্মদ আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে গত প্রায় দুই মাসেও বিধ্বস্ত সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। এতে তারা ওই বিধ্বস্ত সেতুর পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছেন তারা । তবে কোমলমতি শিশু কিশোররা এ সাঁকোতে পারাপার হতে পারে না। এলাকায় উৎপাদিত কৃষি পন্য ও গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন কৃষকেরা। এবিষয়ে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন,এখানে একটি সেতু নির্মান জরুরি হয়ে পরেছে । সেতুটি নির্মাণ করা হলে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ লাগব হবে। তিনি জরুরি ভিত্তিতে বিধ্বস্ত সেতুটি সংস্কারের দাবি জানান। উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । Share this:FacebookX Related posts: ঝিনাইগাতীতে জিংক ধান চাষের ওপর কর্মশালা ঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন গৌরীপুরে গরু চুরির হিড়িক,গরুসহ ইউপি মেম্বার গ্রেফতার গৌরীপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পৌরসভার আলোচনা সভা ঈশ্বরগঞ্জে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ উদ্ধার গৌরীপুরে সহকারী শিক্ষা অফিসার ও এক গার্মেন্টস কর্মীর করোনা সনাক্ত গৌরীপুরে সরকার নির্ধারিত মূল্য ও অনুমোদন উপেক্ষা করেই চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা গৌরীপুরে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় হালুয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ভূমি বেদখল মুক্ত করতে মাইকিং জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হালুয়াঘাটে নড়াইল ইউনিয়নের ইজিপিপি প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ SHARES Matched Content দেশের খবর বিষয়: ঝিনাইগাতীতেপূরণ হয়নি ৫০ বছরেওসেতুর দাবি