শিশুদের ১৫ লাখ ফাইজার টিকা পৌঁছেছে দেশে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের লক্ষ্যে ১৫ লাখের বেশি ডোজ টিকা আনা হয়েছে। শনিবার (৩০জুলাই) এসব টিকা দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জানিয়েছে, শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা। এ বিষয়ে সরকারের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. সামসুল বলেন, ‘চলতি মাসে টিকাদানের কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। এ জন্য আগস্টে টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পরে দিনক্ষণ ঠিক করা হবে।’ প্রসঙ্গত, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় দেড় বছর আগে টিকাদান শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ইতোমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। Share this:FacebookX Related posts: দেশে গত ২৪ ঘন্টায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি: আইইডিসিআর দেশে করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু ফের চালু হচ্ছে করোনা সংক্রান্ত বুলেটিন রাশিয়া ও চীনের ভ্যাকসিন সরাসরি আনবে সরকার নিয়ম মেনেই সব পেশার মানুষকে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ‘শিশুদের১৫ লাখদেশেপৌঁছেছেফাইজার টিকা