গৌরীপুরে গরু চুরির হিড়িক,গরুসহ ইউপি মেম্বার গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ SAMSUNG CAMERA PICTURES গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটশিরা গ্রামে সোমবার দিবাগত রাতে কৃষক আঃ গনির ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। ডৌহাখলা ইউনিয়নে মঙ্গলবার রাতে তিন বাড়ি থেকে এক সঙ্গে ১০টি গরু চুরির খবর পাওয়া গেছে। এ ইউনিয়নের নন্দীগ্রাম থেকে বৃহস্পতিবার এক কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটে।সহনাটী ইউনিয়ন থেকে অপর এক কৃষকের ৩টি গরু চুরি হয়। অপরদিকে পুলিশের তালিকাভুক্ত গরু চোর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন গরুসহ শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মঙ্গলবার রাতে গ্রেফতার হয়। সে খান্দার গ্রামের মোঃ লাল মিয়া ওরফে লালু কসাইয়ের পুত্র। শেরপুর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান। তাকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৬সালে ১০মার্চ তারিখে নেত্রকোণার মোহনগঞ্জ ও গৌরীপুর থানায় ২০১৮সালের ২৪ডিসেম্বর আরো দুটি মামলার এজাহারভূক্ত আসামী। এদিকে মঙ্গলবার রাতে ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে মোঃ আব্দুল জব্বারের পুত্র মোঃ মাসুদ রানার ৩টি গরু, মোমরুজ আলীর পুত্র মোঃ নাজিম উদ্দিনের ৩টি গরু ও মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোঃ মুন্নাছ আলীর ৪টি গরু চুরি হয়ে গেছে। একই ইউনিয়নের নন্দীগ্রামে এক কৃষকের ৪টি গরু বৃহস্পতিবার রাতে চুরি যাওয়ার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে সহনাটী ইউনিয়নে ৩কৃষকের ৭টি গরু গত সপ্তাহে চুরির সংবাদ পাওয়া গেছে। গরু চুরির প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি মেম্বার গ্রেফতারগরুগরু চুরির হিড়িকগৌরীপুর