জামালপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক : জামালপুরে সরকারিভাবে আমন ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে এটি উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন। জামালপুর জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, চলতি বোরো মওসুমে জেলায় ২৬ হাজার মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৩৪৫ টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন। এছাড়া চলতি মৌসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৪২১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৬ মেট্রিক টন। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল ৪০ টাকা, প্রতিকেজি ধান ২৭ টাকা এবং প্রতিকেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে। Share this:FacebookX Related posts: জামালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালপুরে পানিবন্দি দেড়লাখ মানুষ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন জামালপুরে করোনা টেস্ট ফি বাতিলসহ বেকার ভাতার দাবিতে মানববন্ধন জামালপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত জামালপুরে করোনা প্রতিরোধে হাইজিন কিটস বিতরণ জামালপুরে এসিডে দগ্ধ স্বামী-স্ত্রী জামালপুরে বিধবা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ জামালপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা জামালপুরে সরকারি ঘর পাচ্ছে ১৪৭৮ পরিবার জামালপুরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ জামালপুরে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৩৮ জন SHARES Matched Content দেশের খবর বিষয়: অভিযান শুরুজামালপুরেধান চাল সংগ্রহ