ঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এবার গরিব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সরকারিভাবে তিন হাজার কম্বল বিতরণের কার্যক্রম চলছে। উপজেলার ৭টি ইউনিয়নে এ কম্বল বণ্টন করে দেওয়া হয়েছে।

পাহাড়ি এলাকায় শীতের প্রচণ্ড প্রকোপ দেখা দেওয়ায় শীত নিবারণের জন্যে এ কম্বল বিতরণ করা হচ্ছে। রাতের বেলায় উপজেলার দরিদ্র মানুষের ঘরে ঘরে যেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জয়নাল আবেদীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মানান কম্বল বিতরণ করছেন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সুবিধাভোগীরা কম্বল পেয়ে বেজায় খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতের উপহার সামগ্রী কম্বল মানুষের হাতে তুলে দিতে পেরে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এবার ৩ হাজার কম্বল বরাদ্দ এসেছে তা বণ্টন করে দেওয়া হয়েছে এবং উপজেলায় বিতরণের কাজ চলছে।