ঈশ্বরগঞ্জে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুয়ার আসর থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামবাসী মিলে বেই বিল থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের বেই বিলের মাঝখানে উঁচু টিলা তৈরি করে দীর্ঘ দিন ধরে জুয়াড়িরা জুয়া খেলার আসর বসিয়ে আসছিল। এমন খবর পেয়ে জুয়ার আসরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ডিবি পুলিশ নিয়ে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া গ্রামের ফজলুল হক (৫৫), রামচন্দ্রপুর গ্রামের আক্তার হোসেন (৪৫), চরআলগী গ্রামের আব্দুল মালেক (৩৫), বালিহাটা গ্রামের নয়ন মিয়া (৩৫)কে আটক করে। আটককৃতদের একমাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের অভিযান চলাকালে চারজন আটক হলেও মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে বকুল মিয়া (৪৫) বিলের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। ঝাঁপ দেওয়ার পর দু’দিন পর্যন্ত নিখোঁজ ছিল বকুল। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ জন ও কিশোরগঞ্জের ৯জন ডুবুরি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিলে তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার মাইকিং করে শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে বিলের পানিতে নেমে তল্লাশি চালায়। এসময় বিলের চার পাড়ে হাজার হাজার জনতার ভীড় জমে। সকাল ১০টায় লাশ খোঁজে পাওয়ার পর জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পানিতে পরে মৃত্যু হওয়ায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজন যুবকের লাশ দাফন করবে। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। Share this:FacebookX Related posts: ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ঈশ্বরগঞ্জে আটোতে উঠতে বাধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১ হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্তদের মাঝে সুস্থ হলেন ৫ জন ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান ধান কাটার মজুরী দিয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন ঈশ্বরগঞ্জে বাড়িতে গিয়ে বই বিতরণ ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা ঈশ্বরগঞ্জে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: ঈশ্বরগঞ্জেনিখোঁজের দু’দিন পরযুবকের লাশ উদ্ধার