বড়পুকুরিয়ার ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা উত্তোলন বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত চীনা ও বাংলাদেশি ৫২ জন শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে। এতে শনিবার সকাল থেকে পরীক্ষামূলক উত্তোলনের ৩ দিনের মাথায় আবার কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কুপে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। খনিতে ৩০০ জন চীনা ও ৪০০ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিল। ২৬ জুলাই ১৪৩ জন শ্রমিকের রেনডোম পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে ২৮ জুলাই ৩০৫ জন চীনা ও বাংলাদেশি শ্রমিকের করোনার নমুনা নেয়া হয়। এর মধ্যে ৩৪ জন চীনা ও ২ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, আমরা ২০ দিন পূর্বে কয়লা থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু করেছি। সাধারণত প্রথম ৭ দিন প্রাথমিকভাবে কয়লা উত্তোলন করা হয়। পরে চূড়ান্তভাবে কয়লা উত্তোলন করা হয়। কিন্তু এরই মধ্যে কিছু শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে। খনিতে কর্মরত চীনা শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছে- পূর্বের মত যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে খনির বাইরে রেখে নতুন করে করোনামুক্তভাবে খনিতে প্রবেশ করানো হবে। করোনা আক্রান্ত চীনা শ্রমিকদের সংস্পর্শে যারা গেছে তারা খনির বাইরে চলে গেছেন। খুব তারাতাড়ি বাইরে যে সকল লেবার বাইরে গেছে তাদের খনিতে ফিরিয়ে আনা হবে। তিনি আরও জানান, খনিতে যারা করোনা আক্রান্ত হয়নি, তাদের দিয়ে খনির প্রাথমিকভাবে কুপের উন্নয়ন কাজ করানো হচ্ছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ডিসির উপহার উলিপুরে আঠার মাসের শিশুসহ দুই সহোদর করোনা আক্রান্ত লাখো শিক্ষার্থীর কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ সাংবাদিক আরিফুলের জামিন মদপানে ঈদ উদযাপন, একসঙ্গে ৬ জনের মৃত্যু পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের করোনা জয় পঞ্চগড়-ঢাকা রুটে দু’মাস পর চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার পঞ্চগড়ে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিরামপুরে রেললাইনই যেন বিনোদন পার্ক, ঘটতে পারে দুর্ঘটনা SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫২ শ্রমিকউত্তোলন বন্ধকয়লাকরোনা আক্রান্তবড়পুকুরিয়ার