করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ১, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। এছাড়াও, পুলিশ ও স্বাস্থ্যকর্মীর স্বামীসহ ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন। একই দিনে এসিল্যান্ড ও পুলিশ সদস্য আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় নাগরপুরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২২ মে থেকে জ্বর অনুভব করলে তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। রোববার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি এসিল্যান্ডের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।