পঞ্চগড়ে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ২২, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড়ের তৌহিদী জনতা।

২১ মে (শুক্রবার) জুম্মার নামাজের পর পঞ্চগড় শের-ই-বাংলা মোড়ে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান।

এসময় বিক্ষোভকারিরা ইসরায়েলি ইহুদি সেনারা পবিত্র রমজান মাসে রোজার মধ্যেই মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আল-আকসায় হামলা চালানো শুরু করে। শতাব্দীর নিষ্ঠুর এই ভয়াবহ হামলায় সেখানে বসবাসকারী মুসলিমরা অসহায়ভাবে হতাহতের শিকার হচ্ছে। বিমান হামলায় ক্ষত-বিক্ষত হয়ে মারা যাচ্ছে অসহায় নারী ও শিশুরা, পঙ্গুত্ববরণ করছে অনেকেই, পিতা-মাতাহারা হয়ে অনেক শিশু ধুকে ধুকে মৃত্যুর কলে ঢলে পড়লেও বিশ্ব সংগঠনগুলো কোনো ভূমিকা রাখছে না, আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ইসরায়েলি সেনাদের বর্বরোচিত নিষ্ঠুর এই প্রকাশ্য হত্যাকাণ্ডের।

পরে ফিলিস্তিনে বসবাসকারীদের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করে বিশেষ মোনাজাত করা হয়।