বাবা হত্যায় ছেলে গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তি তার ছেলের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জুবেদ মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। লেবু মিয়া উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের মৃত আসিফ আলীর ছেলে।

এ ঘটনায় লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা বাদী হয়ে ভাইপো জুবেদ মিয়াসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে গত শনিবার থানায় মামলা করেন।

নিহতের পরিবার সূত্র জানিয়েছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের লেবু মিয়া একই গ্রামের বকফুল নেছাকে বিয়ে করেন। গত ১০ বছর আগে পারিবারিক কলহে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তিন ছেলেকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করেন বকফুল।

সম্প্রতি বন্যায় পশ্চিম রোকনপুর আশ্রয়কেন্দ্রে উঠেন লেবু মিয়ার বোন আয়তুন নেছা। গত ২ জুলাই তার আট বছরের মেয়ে সায়মা আক্তার চাঁদনীকে বন্যার পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেন জুবেদ মিয়া।

বিষয়টি জানতে পেরে পরদিন লেবু মিয়া ছেলে জুবেদকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুবেদ ৪ জুলাই দুপুরে লেবু মিয়ার বাড়িতে তাকে একা পেয়ে কুড়ালের হাতল দিয়ে এলাপাতাড়ি আঘাত করে।

একপর্যায়ে তাকে বাড়ির উঠানে বন্যার পানিতে ফেলে চলে যায় সে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে লেবু মিয়া মারা যান।

এ ঘটনায় ওসমানীনগর থানায় জুবেদ মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন নিহত লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জুবেদকে পুলিশ গত শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেবু মিয়াকে হত্যার অভিযোগে তার ছেলে জুবেদ মিয়াকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।