শাল্লায় হিন্দু গ্রামে হামলা লুটপাটের ঘটনায়: আটক ২২

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হেফাজতের কর্মী-সমর্থকদের হামলায় জড়িত ২২ আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)। তিনি বলেন, শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে যার মধ্যে একটি পুলিশ বাদী হয়ে অন্যটি ইউপি চেয়ারম্যান বাদী হয়েছেন সেই দুই মামলাই ২২ জনকে আটক করা হয়েছে।

এসময় তিনি শাল্লায় নোয়াগাও গ্রামে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের নির্ভয়ে কাজ করে যাওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ডিআইজি বলেন,হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে, আমরা একদিনে ২২ জন আটক করতে পেরেছি সামনে বাকি আসামিদেরও খোঁজে বের করবো।