জুড়ি প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের জুড়িতে ১৯৯৮ সনে প্রতিষ্ঠিত জুড়ি প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার তানজির আহমদ রাসেলকে সভাপতি ও সাংবাদিক মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি এস.এম জালাল উদ্দিন (বেনিআসকলা), হারিছ মুহাম্মাদ (মানবঠিকানা), এম.ইমরানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক ইকবাল খান (বিজয়ের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান খান (সিলেট মিরর), সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম (সকালের সময়), সদস্য কল্যাণ প্রসূন চম্পু(প্রথম আলো), সাইফুল ইসলাম সুমন(ভোরের কাগজ), জহিরুল ইসলাম সরকার (জৈন্তাবার্তা), আবু ইউসুফ, আব্দুস সবুর, নাজমুন নাহার।