ধর্মপাশায় আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিলেন বিএনপির প্রার্থী

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপাকে সমর্থন দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুর রহিম নামের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

আব্দুর রহিম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছিলেন। এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপ্রত্র জমা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি তিনি নৌকা প্রতীকের পক্ষে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আব্দুর রহিম তাঁকে সমর্থন করেছেন জানিয়ে নাসরিন সুলতানা দিপা বলেন, ‘নারীরা এখন আর কোনো কিছুতে পিছিয়ে নেই। দিনকে দিন নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে। তাই আমিও নারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।’ আব্দুর রহিম বলেন, ‘ঐক্যের প্রশ্নে আমি দিপাকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারীর নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছে। সে হিসেবে নারীরা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। নারী হিসেবে দিপার সাহকিতাকে সাধুবাদ জানাই।’