ধর্মপাশার জনপ্রিয় যাত্রাভিনেতা ও কিতর্নীয়া মনি চন্দ্র সিংহের পরলোক গমন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশা উপজেলার এক সময়ের জনপ্রিয় নাট্যকার, যাত্রাভিনেতা ও সনাতন ধর্মাবলম্বীদের একনাম সহ বিভিন্ন ধরনের পদাবলী কিতর্নীয়া,ধর্মপাশা উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উপদেষ্টা মন্ডলীর সদস্য,সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মনি চন্দ্র সিংহ (৬৭ )সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় নিজ বাস ভবনে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন । তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে নাতি, নাতনী,ভাই, বোন আত্বীয় স্বজনসহ অনেক শোভাকাঙক্ষী রেখে গেছেন ।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায় প্রয়াত মনি চন্দ্র সিংহ হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক বছর শয্যাশায়ী থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরন করেন ।

এই সাংস্কৃতিক ব্যক্তিকত্বের প্রয়াণে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা উপজেলার বিশিষ্ট নাট্যকার,যাত্রাভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বশর খান ঠাকুর প্রয়াত ব্যক্তির প্রতি শোক জানাতে গিয়ে বলেন মনি সিংহ দাদা ছিলেন মননশীল নাট্যকার,যাত্রাভিনেতা ও সুস্থ ধারার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহজ সরল ভালো মনের মানুষ । তাহার মৃত্যুতে গ্রামীণ সাংস্কৃতিক অঙ্গনের অপুরনীয় ক্ষতি হয়েছে যাহা কোনদিন পূরণ হওয়ার মতো নয় । আমি উনার প্রয়াণে ব্যতিত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।

প্রয়াত মনি সিংহের মৃতুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা পূঁজা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ,বাংলাদেশ হিন্দু পরিষদ , ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি ও ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।