তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মূলধারার কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সু-রক্ষার জন্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী বুধবার বিকেলে নিজ বাসভবন থেকে পিপিই প্রধান করেছেন।


সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাক,হাবিব সরোয়ার আজাদ,রাজন চন্দ,আবুল কাশেম,রাহাদ হাসান মুন্না,রোকন উদ্দিন পিপিই গ্রহন করেন। তিনি ইতিপুর্বে উপজেলার ১৩ জন সাংবাদিকদের পিপিই প্রধান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী সাংবাদিকদের বলেন, সারাদেশে (কোভিড ১৯) করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দেশের কর্মরত ডাক্তার,পুলিশ প্রশাসন বিভাগ দেশের ক্লান্তিলগ্নে যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তেমনি কর্মরত সাংবাদিকরাও নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে সংবাদ সংগ্রহ করার জন্যে ছুটে বেড়াচ্ছেন।