ধর্মপাশার মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাড. আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, সহ-সভাপতি এহসান তালুকদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, আ. শহিদ আজাদ, মু্িক্তযোদ্ধা নূরুল ইসলাম, শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, বসন্ত কুমার বিশ্বাস, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, শিক্ষক রজত তালুকদার, সাংবাদিক মো. আতিক ফারুকী। পরে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির উপদেষ্টামন্ডলীর নাম ঘোষণা করেন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ডা. স্মৃতিভূষণ কর, প্রভাত তালুকদার, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, আব্দুল খালেক, মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও মধ্যনগর উপজেলা বাস্তবায়ন যুব পরিষদের সভাপতি ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সাখাওয়াত হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মধ্যনগর উপজেলা বাস্তবায়ন যুব পরিষদের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, থানা যুবলীগ নেতা মবিন আহমেদ প্রমুখ।