তাহিরপুরে নারী নেতৃত্ব হস্থান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

তাহিরপুর প্রতিনিধি : অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) আয়োজনে রিকল ২০২১ প্রকল্প।
বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারী) উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন হল রুমে ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় ও টাকাটুকিয়া তৃণমূল জনসংগঠনের সভাপতি মিতুরানী সরকারের সভাপতিত্বে উপজেলা সিবিও সদস্যদের নিয়ে দিনব্যাপী নারীদের নেতৃত্ব স্থানান্তর বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

কর্মশালায় নারীদের বিষয়ে বিভিন্ন গুরুত্বপুণ্য দিক তুলে ধরা হয়েছে।আমাদের সমাজে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রয়েছে।নারী ক্ষমতায়নের লক্ষ্যে তাদের নেতৃত্ব অপরিসীম। তৃণমূল জনসংগঠনগুলো নারীদের নেতৃত্বে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আমাদের পরিবার,সমাজ ও রাষ্টে জাতীয় ভাবে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে সীকৃতি লাভ করতে পারে।

এই সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল হোসেন মিয়া,রাকিব উদ্দিন,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ সহ উপজেলার সিবিও সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার তৃণমূল জন সংগঠনগুলোর সকল সিবিও সদস্যদের মধ্যে মধ্যাহভোজ ও নগদ অর্থ বিতরণ করার পর কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।