তাহিরপুরে আশা’র ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ১২, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংকটকালীন সময়ে বেসরকারি এনজি সংস্থা (আশা) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুবিধাবঞ্চিত কর্মহীন ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী উপজেলার সদরে ‘আশা’র দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

এরপর উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা সদর বাদাঘাট,মোল্লাপড়া, ঘাগটিয়া,সীমান্তজন পদলা উরেড়গড়,কড়ইগড়া,রাজাই,বারেকটিলা, বুরুঙ্গাছড়া, বড়ছড়া, টেকেরঘাটসহ প্রত্যন্ত ২০ গ্রামীণ জনপদের প্রত্যেক উপকারভোগীর হাতে হাতে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক উপকারভোগীদের ১০ কেজি চাল, ২ কেজি ডাল,২কেজি আলু,১ কেজি লবন ও ১ লিটার করে ভোজ্য তৈল দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী সহ বিভিন্ন জনপদে ত্রাণ সামগ্রী বিতরণকালে দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ,বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার,নারী নেত্রী মেরিনা দিব্রা,যুগান্তর স্বজন সমাবেশের তাহিরপুর উপজেলা শাখার সমন্বয়কারী ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক সমির সরকার, বেসরকারী এনজি সংস্থা ‘আশা’র দায়িত্বশীলরা প্রমুখ উপস্থিত ছিলেন।