যুব উন্নয়নে নারীদের ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২ পাবনা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর পাবনায় ২০২১-২২ অর্থ বছরের আওতায় নারীদের ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন, যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক (কোর্স কো-অর্ডিনেটর) স্বপন কুমার কর্মকার। জুনিয়র প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রশিক্ষণ উদ্বোধনকালে বক্তব্য রাখেন, সহকারী প্রশিক্ষক (সহকারী কোর্স কো-অর্ডিনেটর) মুরাদুজ্জামান মুরাদ, বিউটিশিয়ান নাছিমা আক্তার ও ইসমা খাতুন। যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের (বিউটিশিয়ান) এই কোর্সে জেলার ২০জন নারী অংশগ্রহণ করছেন। সহকারী প্রশিক্ষক (সহকারী কোর্স কো-অর্ডিনেটর) মুরাদুজ্জামান মুরাদ জানান, ২০২১-২২ অর্থ বছরের আওতায় ২য় বারের মতো ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণ কোর্সে জেলার ২০জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ২৫ মে থেকে ২৩জুন পর্যন্ত ম্যাসব্যাপী বিউটিশয়ান প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে। পাবনা পৌর শহরের তামান্না তানজীন জান্নাতী নামের প্রশিক্ষণার্থী বলেন,‘এই প্রশিক্ষণে নারীরা খুব উপকৃত হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি একজন দক্ষ বিউটিশিয়ান হতে পারব এবং ভবিষ্যতে নিজেও একটি বিউটিপার্লার দিতে পারবো। এতে নিজের কর্মসংস্থান হবে, সেই সাথে আরো অনেকে স্বাবলম্বী হবে’। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে পল্লী বিদ্যুতের এ কেমন ভেলকিবাজী! বগুড়ায় সশস্ত্র বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ সকলকে সুস্থ্য ঘোষণা আত্রাইয়ে উপজেলা পরিষদ কর্তৃক ন্যাপকিন ও কর্নার বিতরণ রাজশাহী অঞ্চলে একদিনে করোনা আক্রান্তে রেকর্ড রাণীনগরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি হস্তান্তর নওগাঁয় জনপ্রিয় হচ্ছে লতিরাজ কচুর চাষ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাদা ফুলের বর্ণিল সাজে সেজেছে আত্রাইয়ের সজিনা গাছগুলো নাচোলে বিনামূল্যে কৃষকের মাঝে সরিষার বীজ বিতরণ ভাতিজাদের কিল ঘুষিতে চাচা নিহত নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: নারীদেরবিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধনম্যাসব্যাপীযুব উন্নয়নে