ভাতিজাদের কিল ঘুষিতে চাচা নিহত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে জায়গা-জমির বিরোধে ভাতিজাদের লাথি ও ঘুষিতে চাচা জামাল উদ্দিন (৬২) নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বড় ভাই মৃত আব্দুল জোব্বারের ছেলেদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টারদিকে মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুল আহাদ, হাসান আলী ও হোসেন আলী তাদের চাচা জামাল উদ্দিনকে বেদম কিলঘুষি মারতে থাকে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ হত্যা ঘটনায় জড়িত হোসেন আলীকে পুলিশ আটক করেছে।