মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে নুপুর (১২) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুপুর ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং হামকুড়িয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক খবরটি নিশ্চিত করে জানান, রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যার পরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আতহত্যার চেষ্টা করে নুপুর। সে সময় বাড়ির লোকজন টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।