রাণীনগরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি হস্তান্তর

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে রাণীনগর থানা চত্বরে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জাদুঘরের কাস্টোডিয়ান আবু সাঈদ ইনাম তানভীরুলের কাছে মূর্তিটি হস্তান্তর করেন।

৪৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট প্রায় ১১৩ কেজি ওজনের মূর্তিটি গত ০৯ মার্চ উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ গ্রামে একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। মূর্তিটির মাথার বাম পাশে আংশিক ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওইদিনই আদালতকে অবহিত করা হলে ১৬ মার্চ আদালত বদলগাছীর পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানকে মূর্তিটি সংগ্রহ করার জন্য রাণীনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, ডিএসবির পরিদর্শক নন্দীতা সরকার, এসআই দেলোয়ার হোসেন প্রমূখ।

পুলিশ সুপার বলেন, দেশের একটি সংঘবদ্ধ চক্র প্রতারণা করে এই সমস্ত জাতীয় সম্পদগুলো দিন দিন বিভিন্ন কৌশলে পাচার করে দেশের ক্ষতি করছে। এদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। এই মূর্তিটিও প্রতারক চক্রের মাধ্যমে পাচার হতে যাচ্ছিল। কিন্তু পুলিশের শক্ত নজরদারির কারণে সেটা সম্ভব হয়নি।