বগুড়ায় সশস্ত্র বাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : করোনায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ১২ বেঙ্গল বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় সোমবার থেকে করোনায় কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে বগুড়া পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বুজরুগ বাড়িয়া গ্রামে ৩০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ১২ বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল রায়হান।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ১০ চাল, ২ কেজি আটা, ২ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবন,৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২টা সাবান। সশস্ত্র বাহিনীর সদস্যদের অপ্রত্যাসিত ত্রাণ পেয়ে ইউনুস , চম্পা,কোহিনুরের মত অনেকে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন।

২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোস্তাম আলী জানান, করোনা খেটে খাওয়া আরো অনেক মানুষকে কর্মহীন হয়ে পড়েছে। ১২ বেঙ্গলের অধিনায়ক জানান, সশস্ত্রবাহিনীর সদস্যরা প্রতিদিন জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।