নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে বেলকুচিতে পৌর এলাকার কামারপাড়ার ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও গৌরাঙ্গের স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, এক বছর আগে তার ছেলের সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুরের তমা ঘোষের বিয়ে হয়। এরপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মাঝে মাঝে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া ও দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল ১০টা বেজে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করা হয়। এতে সাড়া না দিলে একপর্যায়ে বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে রক্তমাখা দু’জনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে খুন করার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।