নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে বেলকুচিতে পৌর এলাকার কামারপাড়ার ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও গৌরাঙ্গের স্ত্রী তমা রানী ঘোষ (২০)। গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, এক বছর আগে তার ছেলের সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুরের তমা ঘোষের বিয়ে হয়। এরপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মাঝে মাঝে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া ও দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল ১০টা বেজে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করা হয়। এতে সাড়া না দিলে একপর্যায়ে বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে রক্তমাখা দু’জনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে খুন করার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। Share this:FacebookX Related posts: ১২বছর দঁড়িতে বাধা রাণীনগরের ভারসাম্যহীন যুবক সুজন সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার ভাইদের নির্যাতনে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে পথে পথে ঘুরছে অসহায় নারী নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ মনোবল শক্ত করে মনে সাহস রাখুন অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবেই রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঈশ্বরদী থানায় ওসির বিদায় ও বরণ অনুষ্ঠান আত্রাই-কালীগঞ্জ সড়ক যেন মৃত্যু ফাঁদ: জনদুর্ভোগ চরমে ভাঙ্গুড়ায় কম্বল বিতরণ সাপাহার থানা পুলিশের মাদক বিরোধী মহড়া ‘নকশার ত্রুটির কারণেই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে বারবার ধস’ SHARES Matched Content দেশের খবর বিষয়: নিজ ঘর থেকেস্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার