শেবাচিমের টয়লেটে নবজাতক প্রসবের ঘটনায় তদন্ত কমিটি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) প্রসূতি ওয়ার্ডের টয়লেটে সন্তান প্রসব এবং পাইপ থেকে নবজাতককে জীবিত উদ্ধারের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের (স্ক্যানু) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমআর তালুকদার মুজিবকে প্রধান করে এ কমিটি গঠন করেছেন শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। কমিটির অপর সদস্য হলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান। শেবাচিমের পরিচালক বলেন, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত পূর্বক সুস্পস্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) চিকিৎসাধীন ওই নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছে। ওই বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তাকে পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী ২/১ দিনের মধ্যে শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে স্বজনদের সাথে বাড়ি ফিরতে পারবে। উল্লেখ্য, গত শনিবার বিকেলে শিল্পী বেগম নামের পিরোজপুরের স্বরূপকাঠীর এক নারীর শেবাচিমের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডের টয়লেটের প্যানে আকস্মিক সন্তান প্রসব হয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্যানে শিশুর কান্না শুনে শিল্পী তাকিয়ে দেখেন একটি নবজাতক প্যানের মধ্য থেকে পাইপের মধ্যে ঢুকে গেছে। এ সময় তার চিৎকারে শিল্পীর স্বামী নেয়ামত উল্লাহ অন্য রোগীর স্বজনদের সহায়তায় দ্বিতীয় তলায় গিয়ে ওই টয়লেটের নিচে দ্বিতীয় তলার অংশে আড়াআড়িভাবে থাকা পাইপ ভেঙে প্রায় পৌনে দুঘন্টা পর পাইপের ভেতর থেকে নবজাতক কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুরনো সকল টয়লেট আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ: ভ্রাম্যমান আদালতে জরিমানা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি মির্জাগঞ্জে শিশু খাদ্য সামগ্রী বিতরণ ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক মির্জাগঞ্জে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ বাড়ছে কামারদের ব্যস্ততা বাবার কাছেই থাকতে চায় মাইশা ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালী দলকে বেনাপোলে সংবর্ধনা মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা কালের আবর্তে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি বাউফল আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি কলাপাড়ায় ২ নারীকে ধর্ষণের অভিযোগে মামলা SHARES Matched Content দেশের খবর বিষয়: ঘটনায়টয়লেটেতদন্ত কমিটিনবজাতক প্রসবেরশেবাচিমের