কলাপাড়ায় ২ নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : কলাপাড়ার পৃথক ঘটনায় ২ জন নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। একাধিকবার ধর্ষনে এক যুবতীর চার মাসের অন্ত:সত্তা হন এবং দুই সন্তানের জননীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। পৃথক উভয় দু’টি ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, ইমরান হোসেন (২৩) নামের এক যুবকের একাধিক বার ধর্ষনে ১৭ বছর বয়সী ওই যুবতী চার মাসের অন্ত:সত্তা হয়েছেন। দাম্পত্য কলহের কারণে তার স্বামী মনির হোসেনের সাথে প্রায় এক বছর আগে তালাক হয়। এর পর সে বালিয়াতলী ইউনিয়নে বাবার বাড়ি থাকাকালীন পার্শ্ববর্তী শনিবাড়িয়া বাজারের পূর্ব পরিচিত ইমরানের সাথে সখ্যতা গড়ে ওঠে। ইমরান বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে যুবতীকে একাধিবার ধর্ষন করে অন্ত:সত্তা করেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর মা (জোৎস্না বেগম) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। অপরদিকে, কলাপাড়ায় বেল্লাল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে দুই সন্তান্তের জননী গৃহবধুকে (২৭) ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ওই গৃহবধু বাড়িতে একা থাকার সুযোগে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল তার ঘরে প্রবেশ করে এবং পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ ডাক চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে জাকারিয়া (২২) নামের অপর সহযোগী যুবক বাধা দেয়। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই গৃহবধূ দুই জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া দুই সন্তানের জননী গৃহবধূর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। Share this:FacebookX Related posts: কলাপাড়ায় খাল ভরাট করায় একজনের দুই মাসের কারাদণ্ড কলাপাড়ায় ৬৫ হাজার পিস ইয়াবাসহ আটজন গ্রেফতার কলাপাড়ায় সেতু ভেঙ্গে জনদুর্ভোগ চরমে কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মির্জাগঞ্জে ৫৭ টি আশ্রয় কেন্দ্রে১৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল কাটায় পৌর মেয়রের ভাইসহ গ্রেফতার ২ মির্জাগঞ্জের বাজার সড়ক যেন ছোট নদী চলাচলে দুভোগ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা SHARES Matched Content দেশের খবর বিষয়: ২ নারীকেঅভিযোগে মামলাকলাপাড়ায়ধর্ষণের