মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা।

এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

ইউএনও বলেন, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তাই সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট এক হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।