বাড়ছে কামারদের ব্যস্ততা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে কামার পট্টিতে দিন দিন বাড়ছে ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুরির টুংটাং শব্দে মুখর হয়ে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। পৌর শহর থেকে শুরু করে গ্রাম, সবখানেই কামারদের এই ব্যস্ততা লক্ষনীয়। স্থায়ী কামারের দোকানের পাশাপাশি ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে বসেছে অস্থায়ী কামারের দোকানও। এসব হাট-বাজার ঘুরে দেখা যায়, লোকজন কোরবানির পশু কাঁটার জন্য দা, ছুরি ও বটিতে শান দেওয়ার জন্য কামারদের কাছে আসছেন। এদের মধ্যে আবার কেউ কেউ নতুন করেই তৈরি করে নিচ্ছেন দা, ছুরি ও বটি। যার ফলে রাত-বিরাত বেড়েই চলছে কামারদের ব্যস্ততা। কামার পট্টিতে আসা ক্রেতা নজরুল, মনির ও আলাউদ্দিন বলেন, প্রতি বছরই কোরবানি দিচ্ছি। আগের প্রয়োজনীয় জিনিসগুলো শান দিতে এসেছি। অন্য সময়ের থেকে বর্তমানে কামাররা দাম একটু বেশি নিচ্ছেন। তবুও আমরা মেনে নিচ্ছি। লালমোহন পৌর শহরের কামার পট্টির সুশীল, আবিল, বাবুল ও বিপ্লব বলেন, বংশপরম্পরায় আমার কামার পেশার সাথে জড়িত। বছরের বেশির ভাগ সময়ই আমাদের অলস সময় কাটাতে হয়। পুরো বছরের মধ্যে কেবল কোরবানি ঈদেই একটু ভালো কাজ হয়। তবে এবছর করোনার কারণে এখনও তেমন কাজ হচ্ছে না। যা হয় তাতে পুষিয়ে উঠা যায় না। নতুন জিনিস খুব কম লোকই কিনছেন। সবাই পুরাতন দা, ছুরি ও বটি শান দিয়ে নিচ্ছেন। আশা করছি আরও কয়েকদিন পর পুরো ধমে কাজ করতে পারবো। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে শীতের সাথে বাড়ছে রোগ বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন- আমু আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত চাষিরা ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা দৌলতখানে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ১৭ গ্রাম পিরোজপুরে বিসিএস ক্যাডার ফোরামের ঈদ উপহার বিতরণ ভোলার ১৪ গ্রামে ঈদ উদযাপিত কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল কাটায় পৌর মেয়রের ভাইসহ গ্রেফতার ২ বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: কামারদের ব্যস্ততাবাড়ছে’