ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালী দলকে বেনাপোলে সংবর্ধনা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট নোম্যান্সল্যান্ডে সাইকেল র‌্যালী দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ডে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীদের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। খড়হম খরাব ওহফরধ-ইধহমষধফবংয ভৎরবহফংযরঢ় মৈত্রী সাইকেল নিয়ে ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে তাদের র‌্যালী। ১০ জানুয়ারি থেকে ১৭ই মার্চ পর্যন্ত তাদের এই মৈত্রী সাইকেল র‌্যালীটি চলবে।

দৈনিক সময় সংবাদ
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন।
দৈনিক সময় সংবাদ
এসময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কলিকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী, লেঃ কর্নেল কবিরুল ইসলাম, ৪৯ বিজিবি’র সিও লেঃ কর্নেল সেলিম রেজা। ভারতের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।
দৈনিক সময় সংবাদ